কাব্যিক পলাশের পথচলা

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

সাথী খানের কন্ঠে আমি এক এমন পাখি গানটি শোনেননি এমন মানুষ খুব কম পাওয়া যাবে, গানটি লিখেছেন ও সুর করেছেন কাব্যিক পলাশ।
অথবা শিল্পী বিশ্বাসের কন্ঠে রাগ কইরো না মনের মানুষ, লায়লা ও নিরুর কন্ঠে ওই পাড়েতে বন্ধুর বাড়ি, গত দুই বছর ধরে এই গানগুলো মানুষের হৃদয়ে দোলা দিয়ে যাচ্ছে, এই গানগুলোও লিখেছেন ও সুর করেছেন কাব্যিক পলাশ।
কাব্যিক পলাশ মূলত একজন নগর কবি, ৩ বছর আগে উনার লেখা কাব্যগ্রন্থ পথচারী পারাপার খুব সারা ফেলেছিলো অমর একুশে বইমেলায়।
এছাড়া উনি নাটক’ও লিখে থাকেন, তাই লেখক ও সংগীত শিল্পী হিসেবেই নিজের পরিচয় দিয়ে থাকেন।
উনার সাথে কথা বলে জানা যায় ইতোমধ্যে world folk culture নিয়ে উনি যতটুকু নাড়াচাড়া করেছেন তার সাথে bangla folk কে মিলিয়ে নতুন একটা ঘরানা তৈরি করতে চান, এবং এই ঘরানা হবে অত্যন্ত আধুনিক।
জানা যায় সেই ঘরানার প্রায় ১০ টি গান নিয়ে এই সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী শেখ সাদীর কন্ঠে একটা Album আসবে, যার সবগুলো গান লিখেছেন ও সুর করেছেন কাব্যিক পলাশ।
এছাড়াও উনি গায়ক হিসেবে আবার কাজ শুরু করতে যাচ্ছেন, সংগীত শিল্পী ও অভিনেত্রী কানিজ ফাতেমা সূচীর সাথে ১০ টা ডুয়েট গান করবেন কাব্যিক পলাশ, এরমধ্যে নিঃশ্বাস ছাড়তে পারছিনা ও বুকের ভেতর কিসের ব্যথা তৈরি হয়েই আছে, শুধুমাত্র প্রকাশ করা বাকি।
এবং ওই পাড়েতে বন্ধুর বাড়ি’র ধারাবাহিকতায় নিরু ও লায়লার কন্ঠে আরও একটা গান আসতে যাচ্ছে, সুরভী সুর এর কন্ঠে আসবে কাব্যিক পলাশের লেখা ও সুর করা ২টি গান, মৌসুমি মৌ, সানিয়া রমা ও ইমন খানের কন্ঠে আসবে ১টা করে গান।
কাব্যিক পলাশের নিজের মতো করে জনশব্দ ব্যবহার করা গান গুলো সারা ফেলবে বলে মনে করছেন কাব্যিক পলাশ, এবং সে এভাবেই এগিয়ে যেতে চাইছেন বলে আমাদেরকে জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ