আন্তর্জাতিক ডেস্ক।।
ভেনেজুয়েলার বর্ষীয়ান রাজনীতিক ও গণতন্ত্রপন্থী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো এ বছরের নোবেল শান্তি পুরস্কার অর্জন করেছেন। তার দীর্ঘদিনের গণতান্ত্রিক আন্দোলন, মানবাধিকারের পক্ষে অবস্থান এবং অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে নির্ভীক ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়।
নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান ইয়রগেন ওয়াটনে ফ্রিডনেস পুরস্কার ঘোষণার সময় বলেন,
মাচাদো গুরুত্বপূর্ণ ঐক্যের প্রতীক হিসেবে কাজ করেছেন। তিনি ২০ বছরেরও বেশি আগে বন্দুকের বদলে ব্যালটকে বেছে নিয়েছিলেন। তার সংগ্রাম ছিল শান্তিপূর্ণ, গণতান্ত্রিক এবং মানবিক মূল্যবোধের ওপর ভিত্তি করে গড়া।
ফ্রিডনেস আরও বলেন, লাতিন আমেরিকার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মারিয়া কোরিনা মাচাদো সাহসিকতার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছেন।
মাচাদো দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলায় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানবাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে সরব থেকেছেন এবং বিভিন্ন সময় নিপীড়নের শিকার হয়েছেন।
তার এই শান্তিপূর্ণ কিন্তু দৃঢ় অবস্থান তাকে দেশের ভেতরে-বাইরে জনসমর্থন এনে দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও তিনি এক প্রেরণাদায়ী নেত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছেন।
নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর বিশ্বনেতারা ও মানবাধিকার সংগঠনগুলো মাচাদোকে অভিনন্দন জানিয়েছেন। তাদের মতে, এই পুরস্কার শুধু একজন নেত্রীকে নয়, বরং বিশ্বের নানা প্রান্তে গণতন্ত্র ও মানবাধিকারের জন্য লড়াইরত মানুষদের সাহস জোগাবে।