ইতালিতে কসবা মানব কল্যাণ সমিতির আংশিক কার্যকরী পরিষদ গঠন

লোকমান হোসেন পলা
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

ইতালিতে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়ার কসবাবাসীদের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন “কসবা মানব কল্যাণ সমিতি” ২০২৫-২০২৭ মেয়াদের জন্য তাদের আংশিক কার্যকরী পরিষদ ঘোষণা করেছে। প্রবাসে ঐক্য, মানবতা ও সমাজকল্যাণে নিবেদিত এই সংগঠন নতুন কমিটিকে সম্মিলিতভাবে “সুপার ফাইভ” নামে অভিহিত করেছে, যা ভবিষ্যতের নেতৃত্বে এক নতুন উদ্দীপনার প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

সম্প্রতি অনুষ্ঠিত সাধারণ সভায় এ পরিষদ গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সম্মানিত সভাপতি জনাব রিয়াজ মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জনাব কাউসার চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক জনাব মাজহারুল ইসলাম।

সভার মূল আলোচনায় অংশ নেন উপস্থিত সদস্যবৃন্দ ও উপদেষ্টা পরিষদ। তাঁদের সম্মিলিত মতামত ও দিকনির্দেশনার ভিত্তিতে গঠিত হয় নতুন কমিটি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাবেক সভাপতি জনাব সগীর আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—প্রতিষ্ঠাতা সদস্য জনাব হুমায়ুন কবির সাবেক প্রধান সমন্বয়ক জনাব আমানউল্লাহ আমান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব জালাল উদ্দিন সমন্বয়ক জনাব মনির ভূঁইয়া সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা জনাব রিয়াজ উদ্দিন আহমেদ
নবনির্বাচিত কমিটিকে অতিথিরা ফুলেল শুভেচ্ছা জানান এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করতে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

নবগঠিত আংশিক কার্যকরী পরিষদ নিজেদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের অঙ্গীকার ব্যক্ত করে বলেন,
“আমরা ঐতিহ্য ধরে রাখব, মানবসেবায় নিজেকে উজাড় করে দেব — এটাই আমাদের অঙ্গীকার।”

সভায় উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন, “সুপার ফাইভ” কেবল একটি কমিটি নয়, এটি হবে উদ্দীপনাময় নেতৃত্বের প্রতীক।

উল্লেখ্য, কসবা মানব কল্যাণ সমিতি ইতালিতে দীর্ঘদিন ধরে প্রবাসী কসবাবাসীদের মধ্যে সামাজিক বন্ধন, সহযোগিতা ও মানবিক সহায়তায় অগ্রণী ভূমিকা রেখে আসছে। নতুন নেতৃত্বের হাত ধরে এই সংগঠনের কার্যক্রম আরও ফলপ্রসূ হবে বলে সকলেই আশাবাদ ব্যক্ত করেন।

প্রবাসী সমাজে মানবতার সেবায় কসবা মানব কল্যাণ সমিতি একটি নির্ভরতার নাম হয়ে উঠুক — এ প্রত্যাশাই সবার।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ