কসাবয় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মো.আতাউর রহমান সরকারের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

মানুষ পরিবর্তন চায়সংস্কার চায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য,ব্রাহ্মণবাড়ীয়া:৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মো.আতাউর রহমান সরকার বলেছেন,মানুষ পরিবর্তন চায়,সংস্কার চায়,উন্নয়ন চায়,সন্ত্রাস-দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সমাজ চায়।জামায়াতে ইসলামী মানুষের প্রত্যাশার সমাজ কায়েমে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আজ ইলেকট্রনিকস, প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় কর্মরত কসবা উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কসবা উপজেলা ও পৌরসভা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।আজ ১৪ জানুয়ারি, দুপুর ১টায় স্থানীয় পৌরসভা কার্যালয়ে কসবা উপজেলা আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং নায়েবে আমীর শিবলী নোমানীর সঞ্চালনায় এতে
বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী, আসন পরিচালক কাজী সিরাজুল ইসলাম, বক্তব্য রাখেন সাবেক উপজেলা আমীর দ্বীন ইসলাম ভুইয়া, কসবা পৌরসভা আমীর হারুন অর রশীদ,সাবেক উপজেলা সেক্রেটারি আল আমিন সরকার প্রমুখ।
আতাউর রহমান সরকার বলেন, সাংবাদিকরা হলেন সমাজের জাগ্রত বিবেক।আপনাদের একটা সংবাদ মানুষের উত্থান-পতনে ভূমিকা রাখে।সেজন্য আমরা আপনাদের কাছে দায়িত্বশীলতা আশা করি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ