কসবা (ব্রাহ্মণবাড়িয়া), ৬ অক্টোবর:কসবা প্রেসক্লাবের কার্যকরী সদস্য এবং বাংলা টিভির কসবা প্রতিনিধি মো. রুবেল আহমেদের জন্মদিন উপলক্ষে সহকর্মী, শুভানুধ্যায়ী ও সিনিয়র সাংবাদিকদের পক্ষ থেকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।
সাংবাদিকতা পেশায় নিষ্ঠা, দায়িত্ববোধ এবং নিরপেক্ষতা বজায় রেখে রুবেল আহমেদ কসবা এলাকায় গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তার জন্মদিনে অনেকেই তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আরও সাফল্য কামনা করেছেন।
কসবা প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন পলা এক যৌথ শুভেচ্ছা বার্তায় বলেন:
“মো. রুবেল আহমেদ একজন নিষ্ঠাবান, সৎ ও দায়িত্বশীল সংবাদকর্মী। কসবার সংবাদ অঙ্গনে তার অবদান প্রশংসনীয়। তার জন্মদিনে আমরা কসবা প্রেসক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই। আগামীতেও তিনি যেন আরও সাফল্যের সঙ্গে অগ্রসর হন—এই কামনা করি।”
উল্লেখ্য, রুবেল আহমেদ দীর্ঘদিন ধরে কসবা প্রেসক্লাব, জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকে স্থানীয় সংবাদ সংগ্রহ ও প্রচারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।