কসবায় অবৈধ ড্রেজারে মাটি কাটায় ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

মোহাম্মদ শাখাওয়াৎ হোসাইন
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

কসবা উপজেলায় কৃষি জমি নষ্ট করে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালত এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।
শুক্রবার (০৯ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার পশ্চিম ইউনিয়নের আকছিনা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, আকছিনা গ্রামে কৃষি জমি ক্ষতিগ্রস্ত করে অবৈধ ড্রেজার ব্যবহার করে মাটি উত্তোলনের অভিযোগে মো. কামাল উদ্দিন নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে মাটি উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিনের পাইপসহ সংশ্লিষ্ট সরঞ্জামাদি বিনষ্ট করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম জানান, কৃষি জমি রক্ষা এবং অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ