জনগন নির্বাচন চায়, নির্বাচন হবে। কোন শক্তি নির্বাচন ঠেকাতে পারবে না। -কসবায় সাবেক এমপি মুশফিকুর রহমান

মোহাম্মদ শাখাওয়াৎ হোসাইন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:8; brp_del_th:0.0286,0.0000; brp_del_sen:0.1300,0.0000; motionR: 0; delta:null; bokeh:0; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 7864320;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 159.60844;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 45;

ষড়যন্ত্র-টরযন্ত্র বুঝিনা, জনগণ নির্বাচন চায়, নির্বাচন হবে। কোন শক্তি নির্বাচন ঠেকাতে পারবে না। নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে বলেন, দল আমাকে মনোনীত করেছে, নির্বাচনে ইনশাআল্লাহ জয়যুক্ত হব। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) দুপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাহফেরাত কামনায় দোয়া মাহফিল শেষে নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র দেখছেন কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, কসবা-আখাউড়া সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি মুশফিকুর রহমান এ সব কথা বলেছেন।

তিনি আরো বলেন, এনসিপি একটি নতুন দল, তাদের সাথে যুবকরা রয়েছে। তাদের ভবিষ্যত অনেক ভাল। জামায়াত একটি পুরনো দল, নতুন করে নির্বাচন ও অন্যান্য বিষয়ে চেষ্টা করছে যাতে করে তারা কিছু অবদান রাখতে পারে। আমি মনে করি এটি একটি শুভ লক্ষণ।

কসবা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কসবা রেলস্টেশন রোডে অবস্থিত জাহাঙ্গীর মার্কেটে আয়োজিত দোয়া মাহফিলে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কসবা-আখাউড়া সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি মুশফিকুর রহমান।

দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মুশফিকুর রহমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র উত্তরণের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। শুধু দেশের জনগণ নয় সারাবিশ্বের জনগণ তাঁর জন্য দোয়া করছেন। বেগম খালেদা জিয়ার একটাই কথা ছিল আমি দেশ ছাড়ব না, বিদেশে যাব না। তিনি সেই কথাই রেখেছেন। ওনি বিদেশে যাননাই, দেশেই পরলোক গমন করেছেন। আর এ কারনেই সকলে ওনাকে শ্রদ্ধা করেন, সম্মান করেন। বেগম জিয়া শুধু আমাদের নেত্রি নয়, বেগম জিয়া বিশ্বেরও নেত্রী।

বেগম খালেদা জিয়া যে নীতি রেখে গেছেন, যে আদর্শ রেখে গেছেন, আমরা চাই তার বাস্তবায়ন করতে। বেগম জিয়া বলেছেন কারো প্রতি কোন প্রতিশোধ, প্রতিহিংসা, অন্যায় নয়। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তার বাস্তবায়ন করব।

কসবা উপজেলা ছাত্রদলের সাবেক
সভাপতি মেহেদী হাসান রুবেলের সঞ্চালনায় দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা খন্দকার, সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, মুশফিকুর রহমানের বড় মেয়ে মেহবিন রহমান মুনিয়া, জামাতা মো. আশফাক হোসেন, নাতি আকিব জামিল রহমান ও আফিফ জামিল রহমান, কৃষক দলের সাবেক কেন্দ্রীয় নেতা নাছির উদ্দিন হাজারী, জেলা বিএনপির সদস্য ইকলিল আজম, খন্দকার মো. বিল্লাল হোসেন, হানিফ খন্দকার, কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূইয়া দীপু, সদস্য সচিব জিয়াউল হুদা শিপন, ছাত্রদল নেতা রাজু আহমেদ প্রমুখ।

এ সময় কসবা ও আখাউড়া উপজেলার এবং স্থানীয় বিপুল দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ