কসবায় চকচন্দ্রপুর হাফেজি মাদ্রাসায় পাগড়ী প্রদান, সবক ও পুরস্কার বিতরণ

মোহাম্মদ শাখাওয়াৎ হোসাইন
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার চকচন্দ্রপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় হাফেজ শিক্ষার্থীদের পাগড়ী ও সবক প্রদান, বার্ষিক ফলাফল প্রকাশ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে মাদ্রাসার জেনিথ ইসলাম হিফজ বিভাগ কক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী গোলাম রব্বানীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা ড. হেফজুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাখাওয়াৎ হোসাইন।

মাদ্রাসা কমিটির সদস্য মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আড়াইবাড়ি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আমিনুল ইসলাম, কিশোরগঞ্জ জেলার সিভিল জজ ও চকচন্দ্রপুর গ্রামের কৃতি সন্তান মোজাম্মেল হক, কসবা প্রেসক্লাবর সভাপতি আবুল খায়ের স্বপন, মাদ্রাসার মুহতামিম মাওলানা আবদুল হালিম, সহ-সভাপতি বেনজির আহমেদ রাসু, আকিজ শিপিং এর এজিএম মিজানুর রহমান টিংকু, লন্ডনপ্রবাসী মাসুকুর রহমান, পুরকুইল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান এবং কসবা আল-আজহার মডেল মাদ্রাসার মুহতামিম হাফেজ সাইফুল ইসলাম শাহীন।

এছাড়াও বক্তব্য রাখেন মাদ্রাসার সহ-সভাপতি গোলাম ফারুক মাস্টার, সহ-সভাপতি আইয়ুব আলী ভূঁইয়া, মুফতি সাইফুল ইসলাম সরকার, আনিসুল হক ভূঁইয়া ও নিয়ামত উল্লাহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চকচন্দ্রপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা তরিকুল ইসলাম হানাফি, চকচন্দ্রপুর দক্ষিণপাড়া মসজিদের খতিব মাওলানা ওসমান গণি, মাদ্রাসার যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. আতিকুল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ড. হেফজুর রহমান শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহা প্রদান করেন। এ সময় তিনি সাতজন হাফেজ শিক্ষার্থীকে পাগড়ী পরিয়ে দেন এবং বিভিন্ন শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের সবক প্রদান করেন।

পরে মাদ্রাসার মুহতামিম মাওলানা আবদুল হালিম বাৎসরিক ফলাফল ঘোষণা করেন। শেষে অতিথিবৃন্দ মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ