কসবায় আড়াইবাড়ী দরবার শরীফের ৮৭তম মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মো. রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অবস্থিত উপমহাদেশের বিখ্যাত আড়াইবাড়ী দরবার শরীফের ৮৭তম বার্ষিক মাহফিলে ইছালে ছাওয়াব উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের মাহফিল ২০২৬ সালের ৩০ জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দরবার শরীফ মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় আসন্ন মাহফিল সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় অতিথি আলেমদের দাওয়াত, মুসল্লিদের সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা, মাইকিং, বসার ব্যবস্থা ও অন্যান্য আনুষঙ্গিক প্রস্তুতি বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়।

আড়াইবাড়ী দরবার শরীফের গদীনশীন পীর হযরত মাওলানা গোলাম খাবির সাঈদীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, মাওলানা মিজানুর রহমান আতিকী, অধ্যক্ষ কবির আহাম্মদ, অধ্যক্ষ আবদুর রউফ, অধ্যক্ষ আবু ইউছুফ, মাওলানা ওবায়দুস সোবহান মামুন সাঈদী, মাওলানা রফিকুল ইসলাম, জামায়াত ইসলাম প্রার্থী আতাউর রহমান সরকার, মাওলানা গোলাম মোয়াজ্জেম সাঈদী, মো. মোখলেছুর রহমান, মো. মোসলেম মিয়া, খন্দকার সুলতান আহাম্মদ, কাজী সিরাজুল ইসলাম, মো. দ্বীন ইসলাম ভুইয়া, মাওলানা অলিউল্লাহ গাফ্ফারী, মাওলানা জয়নাল আবেদীন জালালি, মাওলানা আবদুল মতিন খোকন, মাওলানা আবদুল হান্নান, আবদুল মতিন মাস্টার, মাওলানা জুন্নুন মাষ্টার, উপাধ্যক্ষ ড. সায়ীদ মুহাম্মদ ফারুক, হাফেজ মাওলানা নুরুল আমিন, পৌর বিএনপি সভাপতি শরীফুল ইসলাম ভুইয়া, সাদ্দাম হোসেন, মো. মামুন মিয়া, অধ্যাপক আবুল কাসেম, আবদুল কাইয়ুম, মাওলানা আশরাফ উদ্দিন ও আইয়ুব আলী রেজা প্রমুখ।

এছাড়াও সভায় দেশের বিভিন্ন এলাকা থেকে দরবারের শুভাকাঙ্ক্ষী, ওলামায়ে কেরামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভক্ত-মুরিদানরা উপস্থিত ছিলেন।

বক্তাগন বলেন, আড়াইবাড়ী দরবার শরীফের মাহফিলে ইছালে ছাওয়াব দীর্ঘদিন ধরে ধর্মপ্রাণ মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক মিলনমেলায় পরিণত হয়। এবারের ৮৭তম মাহফিলেও বিপুল সংখ্যক ভক্ত, অনুরাগী ও ধর্মপ্রাণ মুসল্লির সমাগম হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রস্তুতি সভায় মাহফিল সফলভাবে সম্পন্ন করতে সবার সম্মিলিত সহযোগিতাও কামনা করা হয়। এতে উপস্থিত আলেম ওলামা, ভক্ত, অনুরাগী, অনুসারীরা স্বতঃস্ফূর্ত সাড়া দেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। প্রতি বছরের ন্যায় এবছরও ঐতিহ্যবাহী আড়াইবাড়ী দরবার শরীফের ৮৭ তম মাহফিলে ইছালে ছাওয়াব উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হবে এমনটাই সকলের প্রত্যাশা।

উল্লেখ্য উপমহাদেশের বিখ্যাত আআড়াইবাড়ি দরবার শরীফ বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় অবস্থিত একটি সুপরিচিত ধর্মীয় কেন্দ্র, যা পীরে কামেল হযরত মাওলানা আবু সাঈদ আসগর আহমাদ আল কাদেরী (রহঃ) কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল দ্বীন প্রচার ও শিক্ষার উদ্দেশ্যে এবং এখানে বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ অংশ নেয়, এবং এটি আড়াইবাড়ী সাঈদিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার সঙ্গে যুক্ত।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ