ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস ১৮ ডিসেম্বর সকালে পালিত হয়।
প্রবাসী কল্যান ব্যাংক, কসবা শাখার ব্যবস্থাপক নারায়ণ বণিক’র সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: ছামিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: তানজিল কবির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন; কসবা প্রেসক্লাব সভাপতি মো: আবুল খায়ের স্বপন, জনতা ব্যাংক পিএলসি কসবা শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান, অগ্রণী ব্যাংক পিএলসি কসবা শাখার ব্যবস্থাপক, নূরুল আলম, বাংলাদেশ কৃষি ব্যাংক কসবা শাখার ব্যবস্থাপক, মো: মহসিন, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, অধ্যক্ষ মো: তসলিম মিয়া। এছাড়াও সহকারী অধ্যাপক শেখ মো: কামাল উদ্দিন, কসবা টাওয়ার পরিচালনা কমিটির সভাপতি বশির আহমাদ চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অবশেষে একটি র্্যালী উপজেলা চত্বরে প্রদক্ষিণ করে।