‎‎‎অগ্রভাগীয় সাহিত্য সংগঠন (সি.টি.এল.) এর ২৫০ তম আর্থিক ও মানবিক সহায়তা কার্যক্রম সম্পন্ন

মোহাম্মদ সাখাওয়াৎ হোসাইন
  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৪০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার সদরপাড়ার বাসিন্দা দুরারোগ্য ক্যান্সার রোগী বেগম পাখি আক্তারকে আর্থিক সহায়তা প্রদান করেছে অগ্রভাগীয় সাহিত্য সংগঠন (সি.টি.এল)। সংগঠনটির এটি ২৫০তম মানবিক সহায়তা কার্যক্রম।

জানা যায়, দীর্ঘদিন ধরে পাখি আক্তার ক্যান্সারে ভুগছেন। বাড়িঘর ও আর্থিক সাধ্যমতা না থাকায় চিকিৎসা ব্যয় বহন করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়ে। দুই সন্তানও তাকে দেখাশোনা করছেন না। অসহায় পাখি আক্তার সমাজের সহৃদয় মানুষের কাছে সহযোগিতা কামনা করেন, যেন তার সুচিকিৎসা নির্বিঘ্নে চালিয়ে যেতে পারেন। চিকিৎসার জন্য আনুমানিক দুই লাখ টাকার বেশি প্রয়োজন বলে জানা গেছে।

এমতাবস্থায় অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আশফাতুল হোসেন ভূঁইয়া এলমানের নেতৃত্বে সংগঠনটি পাখি আক্তারের পাশে দাঁড়ায় এবং আর্থিক সহায়তা প্রদান করে।

সোমবার (১০ নভেম্বর) বিকালে পাখি আক্তারের বাড়িতে আয়োজিত সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম ভূঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন কসবা প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন, কসবা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ছাইদুল্লাহ, কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক লোকমান হোসেন পলা, কসবা মহিলা দাখিল মাদ্রাসার সভাপতি সাদ্দাম হোসেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কসবা উপজেলা শাখার আহ্বায়ক মো. বিল্লাল সরকার, সাংবাদিক লিয়াকত মাসুদ, পৌর বিএনপি নেতা মাসুম মিয়া ও খায়ের মিয়া। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা সি.টি.এল-এর মানবিক কার্যক্রমের প্রশংসা করে বলেন, সংগঠনটি সমাজের অসহায় মানুষের পাশে যে মহৎ উদ্যোগ নিয়ে দাঁড়াচ্ছে, তা অনুকরণীয়। তারা সমাজের বিত্তবানদের আহ্বান জানান পাখি আক্তারের পাশেও যেন সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

পাখি আক্তারকে সহযোগিতা করতে চাইলে তার বিকাশ নম্বর: ০১৭৯৭৬৩৪৯৩৬।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ