ঝিনাইদহের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন কসবার কৃতি সন্তান মো. আব্দুল্লাহ আল মাসউদ

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

কসবা প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার লবখা গ্রামের কৃতি সন্তান মো. আব্দুল্লাহ আল মাসউদ ঝিনাইদহ জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি এর আগে পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরে পরিচালক পদে দায়িত্ব পালন করছিলেন।

রবিবার (৯ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁর এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

মো. আব্দুল্লাহ আল মাসউদ দীর্ঘদিন ধরে বাংলাদেশ প্রশাসন ক্যাডারে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর পেশাগত যোগ্যতা, সুনাম, কর্মদক্ষতা ও মানবিক নেতৃত্বগুণ তাঁকে সহকর্মী ও সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

এই পদায়নের খবরে নিজ এলাকা কসবা ও পুরো ব্রাহ্মণবাড়িয়া জেলায় আনন্দ ও গর্বের সঞ্চার হয়েছে। লবখা গ্রামের সর্বস্তরের মানুষ ও শুভানুধ্যায়ীরা তাঁকে অভিনন্দন জানিয়ে বলেন,
আমাদের এলাকার সন্তান দেশের গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে নিয়োগ পেয়েছেন, এটি কসবাসীর জন্য বিশেষ গর্বের বিষয়। তারা তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

ঝিনাইদহের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি উন্নয়ন, সুশাসন, জনসেবা ও প্রশাসনিক দক্ষতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন এমন প্রত্যাশা স্থানীয়দের।

উল্লেখ্য, একই প্রজ্ঞাপনে সরকার দেশের ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ