কসবায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

মো. রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় পৌর শহরের কদমতলী এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে উপজেলা যুবদল ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কার্যক্রম আয়োজন করা হয়।

এসময় রোগীদের বিনামূল্যে রক্ত পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। প্রায় পাঁচ শতাধিক রোগী এ স্বাস্থ্যসেবার সুবিধা নেন।

বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও হারবাল মেডিসিন, এলার্জি ও চর্মরোগ বিশেষজ্ঞ ডা. মো. ইমন হোসেন, গাইনী বিশেষজ্ঞ ডা. মোছা. রাবেয়া আক্তার, এবং দন্তরোগ বিশেষজ্ঞ ডা. মো. কামাল উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদল আহ্বায়ক মাসুদুল হক ভূঁইয়া দিপু, সদস্য সচিব জিয়াউল হুদা শিপনসহ উপজেলা ও পৌর যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।
উপজেলা যুবদল আহ্বায়ক মাসুদুল হক ভূঁইয়া দিপু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা সাধারণ মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবার আয়োজন করেছি। এলাকার মানুষের পাশে থেকে সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।

সদস্য সচিব জিয়াউল হুদা শিপন বলেন, ১৯৭৮ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল যুবদল। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কসবা উপজেলা যুবদলের পক্ষ থেকে এই বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রমের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও আমরা এভাবেই মানুষের পাশে থাকার সর্বাত্মক চেষ্টা করে যাব।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ