কসবায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোহাম্মদ সাখাওয়াৎ হোসাইন
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার (২৬ অক্টোবর) বিকেলে ব্যাংকের কসবা উপশাখায় আয়োজিত হয় গ্রাহক সচেতনতা ও সেবামূলক অনুষ্ঠান ‘কাস্টমার এওয়ারনেস সার্ভিস প্রোগ্রাম’।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের কসবা উপ-শাখার ব্যবস্থাপক মো. মিজানুল হক।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা প্রেসক্লাবের সভাপতি মো. আবুল খায়ের স্বপন, সহ-সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন, অর্থ সম্পাদক মো. শাখাওয়াৎ হোসাইন, কসবা তফজ্জল আলী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. এনামুল হক, কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সালাহ উদ্দিন, কালবেলা কসবা প্রতিনিধি লিয়াকত মাসুদ, কসবা পুরাতন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শংকর সাহা, আবুল বাশার, শাহনেওয়াজ ভূইয়া, লোকমান হেকিম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন আল-আরাফা ইসলামী ব্যাংক কসবা উপশাখার ব্যবস্থাপক মো. ইয়াকুব আলী।

বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক দেশের ব্যাংকিং খাতে সেবার মান উন্নয়ন, ডিজিটাল ব্যাংকিং সুবিধা এবং গ্রাহক আস্থার জায়গা তৈরি করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ব্যাংকটির লক্ষ্য শুধু মুনাফা অর্জন নয় বরং গ্রাহকবান্ধব সেবা প্রদান ও আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা।

পরে ব্যাংকের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অতিথি ও কর্মকর্তারা কেক কেটে দিনটি উদযাপন করেন। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী, ব্যাংক কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপক মো. মিজানুল হক উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, গ্রাহকের সন্তুষ্টিই আমাদের সবচেয়ে বড় সাফল্য। ভবিষ্যতেও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কসবা উপ-শাখা আন্তরিকভাবে সেবা দিয়ে যাবে।

তিনি বলেন, গ্রাহকরা ব্যাংকিং বিষয়ে সচেতন হলে আর্থিক জালিয়াতি, প্রতারণা ও ভুল তথ্যের ব্যবহার কমে যাবে। আর এজন্য আমরা কাস্টমার এওয়ারনেস সার্ভিস প্রোগ্রাম পালন করছি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ