ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২০ অক্টোবর) গভীর রাতে উপজেলার বিনাউটি ইউনিয়নের হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ইউপি সদস্য রাশেদুল ইসলাম রাসেল মেম্বার জানান, গভীর রাতে প্রায় ১৪–১৫ জনের একটি সশস্ত্র ডাকাতদল রামদা, চাইনিজ কুড়াল, লাঠি ও দড়ি নিয়ে কেচিগেটের তালা ভেঙে তার বাড়িতে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে রাখে এবং প্রায় এক ঘণ্টা ধরে লুটপাট চালায়।
এ সময় ডাকাতদের হামলায় রাসেল মেম্বার আহত হন। তারা ঘর থেকে নগদ ৫৪ হাজার ৪০০ টাকা, প্রায় দুই ভরি স্বর্ণালংকার এবং বিভিন্ন মূল্যবান কসমেটিকস সামগ্রী লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগীর ছোট ভাই, কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মো. সবুজ খান জয় বলেন, ডাকাত দলের সঙ্গে আমার ভাইয়ের প্রায় এক ঘণ্টা ধস্তাধস্তি হয়। পরে তারা পুরো বাড়ি নিয়ন্ত্রণে নিয়ে সব মালামাল লুট করে।
খবর পেয়ে কসবা থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ঘটনাটি একটি সংঘবদ্ধ ডাকাত দলের কাজ। ইতিমধ্যে ডাকাতদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।