কসবায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল

মোহাম্মদ সাখাওয়াৎ হোসাইন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগন মুল বেতনের ২০% বাড়ি ভাড়া, ১৫ শত টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫% উৎসব ভাতা প্রদানের প্রজ্ঞাপন জারির দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেছেন। মঙ্গলবার (২১ অক্টোবর ) দুপুরে কসবা উপজেলা স্কুল, মাদরাসা ও কলেজ শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের উদ্দ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মৌন মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। কর্মসূচিতে উপজেলার স্কুল, মাদরাসা ও কলেজের সহস্রাধিক শিক্ষক-শিক্ষকা- কর্মচারী অংশগ্রহন করেন।

মিছিল শেষে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখেন, শিক্ষক মোঃ আতিকুল ইসলাম, মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ তসলিম মিয়া, শিক্ষক লোকমান চৌধুরী, শেখ মোঃ ইয়াকুব আলী, অধ্যক্ষ আমিনুল ইসলাম, মো: আলাউদ্দিন, বিল্লাল হোসেন, মাফুজুর রহমান,আবদুল করিম সহ অন্যরা।
শিক্ষকদের কর্মসূচির সাথে সহমর্মিতা প্রকাশ করে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াত ইসলামের নায়েবে আমির মাওলানা শিবলী নোমানী, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক দ্বীপু।
শিক্ষক নেতারা বলেন, দীর্ঘদিন ধরে এসব দাবি বাস্তবায়নের জন্য তারা আন্দোলন করে আসছেন, কিন্তু এখনো প্রজ্ঞাপন জারি না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। তারা সরকারের নিকট দ্রুত দাবিগুলো বাস্তবায়নের জোর দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবিগুলো পূরণ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। উপজেলা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সরকারের প্রতি শিক্ষাবান্ধব মনোভাব নিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ