কসবায় ৩৩৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মোহাম্মদ সাখাওয়াৎ হোসাইন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রবি-২০২৫-২৬ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে শীতকালীন উফশী শাকসবজি এবং হাইব্রিড সবজী বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

কসবা উপজেলা পরিষদ চত্বরে সকাল ১১টায় আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার আয়েশা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের, কসবা প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন। এসময় উপকারভোগী কৃষক-কৃষাণী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কৃষি অফিসার আয়েশা আক্তার বলেন, মাঠের চাষের জন্য উপজেলার ২১৫ জন কৃষকের প্রত্যেকের মাঝে লাউ, বেগুন, কুমড়া ও শসার বীজ বিতরণ করা হয়েছে এবং ১০ কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।

এদিকে বসতবাড়িতে উফশী শাকসবজি চাষের জন্য উপজেলার ১২০ জন কৃষকের প্রত্যেকের মাঝে লাউ, বেগুন, কুমড়া ও শসার বীজ বিতরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ