ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বর্ডার গার্ড বাংলাদেশ (৬০ বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৮ কোটি টাকার ভারতীয় শাড়ি ও চশমা জব্দ করেছে। জব্দ কৃত মালামাল উপজেলা কুটি কাঠেরপুল এলাকার দুটি গোডাউনে মজুদ করা ছিল। বিজিবির পক্ষ থেকে আজ বিকাল সোয়া৫ টার দিকে প্রেস রিলিজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, ভোর সাড়ে ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) একটি বিশেষ দল কসবা উপজেলার কুটি ইউনিয়নের কাঠেরপুল এলাকায় অভিযান চালায়। এসময় রশিদ মার্কেটে’র একটি গুদামে ও তার পার্শ্ববর্তী মাদ্রাসা’র নীচতলার অপর একটি গুদাম থেকে ভারতীয় উন্নতমানের বিপুল পরিমাণ শাড়ি ও চশমা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা। তবে এর সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জিয়াউর রহমান জানান, সীমান্তবর্তী এলাকায় মাদক ও পণ্য চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকের অভিযান পরিচালিত হয়।সীমান্তে চোরাচালান রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং দেশীয় অর্থনীতি ও নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা প্রস্তুত।’
জব্দকৃত মালামাল বিজিবির হেফাজতে রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।