হামদর্দের বিক্রয় পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

হাফিজ রহমান : ’’দরদি হৃদয় নিয়ে হামদর্দের স্বাস্থ্য সেবাকে সর্বস্তরের জনগণের কাছে পৌঁছে দিতে হবে’’ ২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের বিক্রয় পর্যালোচনা সভায় এই আহ্বান জানান স্বাস্থ্য ও শিক্ষাসেবার বাতিঘর, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া ।
রাজধানীর বাংলামোটরে অবস্থিত হামদর্দের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ সভা।
সিনিয়র পরিচালক মার্কেটিং এ্যান্ড সেলস্ এবং পরিকল্পনা ও উন্নয়ন অধ্যাপক কামরুন নাহার পলিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া আরও বলেন, মানুষের হৃদয় জয় করার একমাত্র মাধ্যম হলো সেবা। গত ৫৪ বছরে হামদর্দ নিরন্তরভাবে সেবা প্রদানের মাধ্যমে গণমানুষের কাছে আস্থার প্রতিকে পরিণত হয়েছে। এখন সেই আস্থা ধরে রেখে হামদর্দের গুণগতমানের পণ্যকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে। এ সময় তিনি সবাইকে সততা,নিষ্ঠা ও আন্তরিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান।
সিনিয়র পরিচালক মার্কেটিং এ্যান্ড সেলস্ এবং পরিকল্পনা ও উন্নয়ন অধ্যাপক হাকীম কামরুন নাহার পলিনের বলেন, সব মানুষের দুয়ারে দুয়ারে হামদর্দের স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া গেলে, এ দেশের মানুষের স্বাস্থ্য সেবা প্রাপ্তির অধিকার নিশ্চিত হবে। আর এ জন্য ধারাবাহিকভাবে চেষ্টা চালাতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা মানবসেবার ক্ষেত্রে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। অনুষ্ঠানে হামদর্দের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ