ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ডেভিল হান্ট অভিযানে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আজম (৪৫) আটক হয়েছেন।
রবিবার (৫ অক্টোবর) সকালে কসবা রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে অন্য একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
আটক মির্জা আজম কসবা পৌর এলাকার শাহপুর গ্রামের মৃত আফিল উদ্দিনের ছেলে এবং কসবা পৌরসভার সাবেক মেয়র এমজি হাক্কানির ছোট ভাই।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট বিগত সরকারের পতনের পর মামলা-হামলা থেকে বাঁচতে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে চলে যান। তাদের মধ্যে মির্জা আজমও ছিলেন আত্মগোপনে। রবিবার সকালে তিনি ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে কসবা রেলওয়ে স্টেশনে অবস্থান করছিলেন এসময় তাকে আটক করে পুলিশ।
সরকার পতনের পর কুটি ইউনিয়ন ছাত্রদল নেতা সিরাজুল ইসলাম ইমু বাদী হয়ে কসবা থানায় শতাধিক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলার আসামি ছিলেন মির্জা আজম।
সেই মামলায়ই রবিবার দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
কসবা থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল কাদের বলেন, আটককৃত মির্জা আজম ডেভিল হান্ট তালিকাভুক্ত ব্যক্তিদের একজন এবং একটি নিয়মিত মামলারও আসামি ছিলেন। আত্মগোপনে থাকার পর রবিবার সকাল ১১টার দিকে কসবা রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।