কসবা বাইক রাইডারসের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোহাম্মদ শাখাওয়াৎ হোসাইন
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

“সেইভ রাইড, সেইভ লাইফ”—এই স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠার পর থেকেই সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি, বাইক রাইডারদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন সেবামূলক কার্যক্রমে কাজ করে আসছে কসবা বাইক রাইডারস (কেভিআর)। প্রতিষ্ঠার পাঁচ বছর পূর্তি উপলক্ষে সংগঠনটি সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কসবা তফজ্জল আলী কলেজ মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করে।
এ উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা স্মারক প্রদান ও মোটর শোভাযাত্রার আয়োজন করা হয়। পুরো অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় তরুণদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
আলোচনা সভা ও সম্মাননা প্রদান
কেভিআর এডমিন প্যানেল মুনইমু রেজা সাহাব-এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা তফজ্জল আলী ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আলমগীর ওসমান ভূইয়া, সামাজিক সংগঠন অগ্রভাগীয় সাহিত্য সংগঠন (সিটিএল)-এর সভাপতি মো. আশফাতুল ইসলাম ভুইয়া এলমান, কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন পল, দৈনিক যুগান্তর পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মো. সোহরাব হোসেন, সবুজ সংঘের সদস্য মো. সাইফুল ইসলাম, মিডিয়া ব্যক্তিত্ব মো. গোলাম জিলানী।
অতিথিবৃন্দ সংগঠনটির উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বর্তমান সময়ে মোটরবাইক দুর্ঘটনা একটি বড় সামাজিক সমস্যা। এ ক্ষেত্রে সচেতনতা সৃষ্টির পাশাপাশি রাইডারদের মধ্যে দায়িত্বশীলতা গড়ে তুলতে কসবা বাইক রাইডারসের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে কেভিআরের পক্ষ থেকে সহযোগীতাকারীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আলোচনা সভা শেষে কলেজ মাঠে এক বর্ণাঢ্য মোটর শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে কয়েক শতাধিক বাইক রাইডার অংশ নেন। শোভাযাত্রার মাধ্যমে তারা “সচেতন রাইডার, নিরাপদ সড়ক” বার্তা ছড়িয়ে দেন।
প্রায় পাঁচ বছর আগে গড়ে ওঠা কসবা বাইক রাইডারস (কেভিআর) বর্তমানে কেবল একটি বাইকার গ্রুপই নয়, বরং এটি সামাজিক সংগঠনে রূপ নিয়েছে। সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক প্রচারাভিযান, পথচারী সহায়তা, রক্তদান কর্মসূচি, অসহায়দের পাশে দাঁড়ানোসহ নানা মানবিক উদ্যোগে তারা কাজ করছে। বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে, যার অধিকাংশই তরুণ।
অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতা করেন মোয়াজ হোসাইন অনিক, ওমর ইমন,খোকা, সাইমুন, সাব্বির ও ফয়সাল আহমেদ। আর পুরো অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল অনলাইন নিউজ পোর্টাল ও নিউজ পেপার সালদা নিউজ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ