প্রেস রিলিজ।।
আগামী ২ হতে ৬ ডিসেম্বর ২০২৫ মালদ্বীপে অনুষ্ঠিতব্য ৭ম ক্যারম ওয়ার্ল্ড কাপ এ অংশগ্রহণ উপলক্ষ্যে বাংলাদেশ ক্যারম ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সর্বসম্মত সিদ্ধান্তের প্রেক্ষিতে নি¤েœাক্ত পুরুষ খেলোয়াড়দেরকে প্রাথমিক বাছাই পর্বে অংশগ্রহণের জন্য নির্বাচন করা হলো ঃ গ্রুপ- ‘এ’ (১) মো: আলী রবিন, (২) মো: হেমায়েত মোল্লা, (৩) মো: সালাহ উদ্দিন কাইজার, (৪) বাসু দাশ ও (৫) হাফিজুর রহমান এবং গ্রুপ- ‘বি’ (১) বিপ্লব রায়, (২) মো: আশরাফুল ইসলাম, (৩) মো: মাসুদ রানা, (৪) মো: মনিরুজ্জামান, (৫) শেখ ফয়সাল আহমেদ শুভ, (৬) আজাহারুল ইসলাম বাবু, (৭) মো: মোক্তার হোসেন, (৮) আল আমিন, (৯) জসিম, (১০) সাইফুল্লাহ পলাশ ও (১১) আবদুর রকিব পলাশ।
আজ ২৬ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার সকাল ৯:০০টা হতে পুরুষ খেলোয়াড়দের ‘বি’ গ্রুপের খেলা লীগ পদ্ধতিতে শুরু হয়। ‘বি’ গ্রুপের বাছাই খেলা উদ্বোধন করেন বাংলাদেশ ক্যারম ফেডারেশনের মাননীয় সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব এ, এফ, এম, এহতেশামূল হক তুহিন।
উদ্বোধন অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সহ-সভাপতি জনাব মোহাম্মদ নাজমুল হাসান সুমন, সহ-সভাপতি জনাব কে.জি. হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক জনাব আবু তৈয়ব মোঃ হাসান, যুগ্ম সম্পাদক জনাব এম মনজুরুল হাসান মামুন, কোষাধ্যক্ষ জনাব আজহারুল ইসলাম কনক, কার্যনির্বাহী কমিটির সদস্য মিসেস ফরিদা ইয়াসমিন, জনাব জাফরুল আহসান বাবুল, জনাব এস.এম. শাহজাহান চৌধুরী, জনাব মোঃ ফেরদৌস আখতার, জনাব মাহফুজুর রহমান সরকার, জনাব মোঃ জাদিদ খোরশেদ, জনাব মোঃ হাফিজুর রহমান, জনাব জাহাঙ্গীর ইকবাল টিটো, জনাব জেড এম গোলাম মুতাকাব্বের জাহাঙ্গীর প্রমুখ।
# আগামী ১০ অক্টোবর ২০২৫ তারিখ শুক্রবার সকাল ৯:০০টা হতে লীগ পদ্ধতি অনুসরন করে ‘বি’ গ্রুপ হতে সেরা ৪ জন খেলোয়াড় বাছাই করা হবে। অত:পর বাছাইকৃত ০৪ জন ও ‘এ’ গ্রুপের ০৫ জন অর্থাৎ মোট ০৯ জন পুরুষ খেলোয়াড়ের মধ্যে ৩ পর্বের লীগ পদ্ধতিতে প্রয়োজনীয় সংখ্যক পুরুষ খেলোয়াড় চুড়ান্ত করা হবে।