যতই ষড়যন্ত্র হোকনা কেন নির্বাচন বন্ধ করতে পারবে না -মুশফিকুর রহমান

মো রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান বলেছেন,”যতই ষড়যন্ত্র হোকনা কেন নির্বাচন বন্ধ করতে পারবে না। জনগন নির্বাচন চায়, “নির্বাচন হবে।
সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে, নির্বাচন হয়ে যাবে। তিনি সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার সড়ক বাজারে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মুশফিকুর রহমান বলেন,”বিভিন্ন দল বিভিন্ন কথা বলে, নির্বাচনকে পিছিয়ে দিতে চায়। এটা একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের মধ্যে শুধু আমাদের দেশের লোকই নয় বিদেশী হস্তক্ষেপও আছে। তারা চায় না, বাংলাদেশ একটি শান্তিপূর্ণ উন্নয়নশীল দেশ হোক।
তারা বাংলাদেশ উন্নয়নে খুশি না। তারা বাংলাদেশের গণতন্ত্রের জন্য খুশি না। যদি তাই হত তাহলে এখান থেকে পালিয়ে যাওয়া নেতৃবৃন্দকে আশ্রয় দিতো না। কারণ আশ্রয় নেয়া ও দেওয়া দুটি অপরাধ। আজকে আমাদের সময় এসেছে তাদেরকে চেনার। বিএনপির বিকল্প যদি কেউ থাকে সেটা ভোটের মাধ্যমে প্রমানিত হবে।

তিনি বলেন, আমরা জনগনের উপর কোন কিছু চাপিয়ে দিতে চাই না। আমরা জনগণের ভোটের জন্য সংগ্রাম করেছি। এই সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বেগম খালেদা জিয়া প্রসঙ্গ টেনে তিনি বলেন,” আপনারা দেখেছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর কতোটা অত্যাচার হয়েছে। বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে। জেলখানা নেওয়া হয়েছে। কোন চিকিৎসার ব্যবস্থা করা হয় নাই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপরে অমানুসিক অত্যাচারের কথা তিনি তুলে ধরেন

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য খন্দকার বিল্লাল হোসেনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি মো: ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো: নাজমুল হুদা খন্দকার ও সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আখাউড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন। এছাড়া জন সভায় উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ বক্তৃতা করেন। পরে সভা থেকে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের জন্যে ঘোষিত লিফলেট বিতরন করা হয়।
এদিকে জনসভা কে কেন্দ্র করে বিকেল থেকেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে আখাউড়া সড়ক বাজারের জনসংস্থল।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ