কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মোহাম্মদ শাখাওয়াৎ হোসাইন
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অবস্থিত কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৪ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুরাইয়া বেগম সমাবেশে সভাপতিত্ব করেন। তিনি তাঁর সভাপতির বক্তব্যে বলেন, এসএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ও নির্ণায়ক ধাপ। এই পরীক্ষায় ভালো ফলাফলের জন্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। তিনি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি, মনোযোগী অধ্যয়ন এবং সময়ানুবর্তিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. সফিকুর রহমান সমাবেশটি সঞ্চালনা করেন। সঞ্চালনার সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, বিদ্যালয়ের নিয়মনীতি এবং পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরেন।

সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ফায়েজুল ইসলাম আখন্দ, মো. আনিসুর রহমান ও সহকারী শিক্ষক মেহেদী হাছান চৌধুরী। তাঁরা বলেন, পরীক্ষার ভালো ফল অর্জনের জন্য শিক্ষার্থীদের ধারাবাহিক পড়াশোনা, শ্রেণিকক্ষের পাঠে মনোযোগ এবং বাড়িতে অনুশীলনের বিকল্প নেই। পাশাপাশি মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার থেকে শিক্ষার্থীদের বিরত রাখার আহ্বান জানান তাঁরা।

অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন মো. লুৎফুর রহমান, মো. শাখাওয়াৎ হোসাইন, মো. মানিক মিয়া ও রফিকুল ইসলাম। তাঁরা বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন অভিভাবক সমাবেশ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা সন্তানদের পড়াশোনায় সর্বাত্মক সহযোগিতা ও তদারকির আশ্বাস দেন।

সমাবেশে এসএসসি-২০২৬ পরীক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে অভিভাবকদের প্রশ্নের উত্তর দেন শিক্ষকরা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ