কসবা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 25.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা বিএনপি, কসবা পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (১১ জানুয়ারি) বিকাল ৪টায় কসবা নতুন বাজারের আলতাফ প্লাজায় আয়োজিত এ অনুষ্ঠানে কসবা পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে এবং ছাত্রনেতা শহিদুল খাঁ ও কসবা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুম খানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব কবির আহমেদ ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন, কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরিফুল হক স্বপন, আখাউড়া পৌর বিএনপির সভাপতি সেলিম ভূইয়া, কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, কসবা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বশির চৌধুরী এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. সানাউল্লাহ।
এছাড়াও বক্তব্য রাখেন কসবা পৌর যুবদলের আহ্বায়ক মহসিন আলম, যুবদল নেতা সাহিদুল খাঁ, ছাত্রনেতা সাদ্দাম হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এ সময় তার রূহের মাগফেরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও বিএনপির নেতাকর্মীদের জন্য বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে কসবা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ