ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস পালন এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ছামিউল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির, উপজেলা কৃষি অফিসার আয়েশা আক্তার, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের, কসবা প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর পীরজাদা শিবলী নোমানী, কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী ও উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূইয়া দিপু।
এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গও সভায় উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় দিবসদ্বয় যথাযোগ্য গুরুত্ব ও মর্যাদার সঙ্গে পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।