ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, বিশ্বব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক, সাবেক সংসদ সদস্য ও বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী মুশফিকুর রহমান এর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে কসবা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. ছামিউল ইসলাম এর কার্যালয় থেকে বিধিমোতাবেক এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
মুশফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন কসবা উপজেলা বিএনপির সহ-সভাপতি ইকলিল আজম, সাবেক পৌর বিএনপির সভাপতি আশরাফ আলী, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বেলায়েত হোসেন হেলাল ও আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ওসমান হারুনুর রশিদ শাহীন।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করতে দলীয় শৃঙ্খলা বজায় রেখে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের ভেতরে সীমিত সংখ্যক নেতা প্রবেশ করেন। এ সময় দলীয় নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীরা কার্যালয়ের বাইরে অবস্থান নেন।
কার্যালয়ের বাইরে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বেনজির আহমেদ রাসু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর কবির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূইয়া দিপু, ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় দলীয় নেতাকর্মীরা বলেন, মুশফিকুর রহমান একজন সৎ, দক্ষ ও অভিজ্ঞ রাজনীতিবিদ। তিনি অতীতেও এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণ একটি নিরপেক্ষ, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রত্যাশা করছে, আর সে প্রত্যাশা পূরণে মুশফিকুর রহমানই সবচেয়ে যোগ্য প্রার্থী বলে তারা মন্তব্য করেন।
নেতাকর্মীরা দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন জনগণের সমর্থন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে।
মুশফিকুর রহমানকে মনোনয়ন দেওয়ায় তারা দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তারা দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তিও কামনা করেন।