কসবায় প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আলোচনা সভা ও প্রশিক্ষণ

মোহাম্মদ শাখাওয়াৎ হোসাইন
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ছামিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কসবা-আখাউড়ায় দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন ইফতেখার মাহমুদ, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবুল খায়ের স্বপন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা শিবলী নোমানী, পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী, সাংবাদিক ফোরামের সভাপতি সবুজ খান জয়, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রাম চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক কনক কান্ত ঋষি প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি-সম্পাদক, কসবা কুটি ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এটি বাংলাদেশের সর্বত্র শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়ে আসছে। এ উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের পাশাপাশি সকলের সহযোগিতা প্রয়োজন।

সভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কসবা কুটি ফায়ার স্টেশনের সদস্যরা পূজামণ্ডপের নেতৃবৃন্দকে অগ্নিনির্বাপণ বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করেন।

পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কসবা পৌর এলাকার কেন্দ্রীয় শ্রী শ্রী গোবিন্দ জিউর মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করা হয়। এ সময় ইউএনও মো. ছামিউল ইসলাম, সেনা কর্মকর্তা ক্যাপ্টেন ইফতেখার মাহমুদ, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবুল খায়ের স্বপন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রাম চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক কনক কান্ত ঋষি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ বছর কসবা উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৪৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ