কসবায় পুলিশের অভিযানে ৭০ কেজি গাঁজা উদ্ধার, পাচারকারী আটক

মো. রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের অভিযানে ৭০ কেজি গাঁজা উদ্ধার ও এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে পৌরসভার তালতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত পাচারকারীর নাম মনজুরুল ইসলাম (২৫)। মনজুরুল ইসলাম ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার রঘুরামপুর গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে পুলিশ। এ সময় পাচারে ব্যবহৃত পিকআপটি জব্দ করেছে পুলিশ।

কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ আবদুল কাদের জানান, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মোতাবেক গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম সাড়ে ১১ টার দিকে পৌরসভার সৈয়দাবাদ-কসবা সড়কের তালতলা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এসময় একটি পিকআপের বডির নীচে করে সুকৌশলে বিপুল পরিমাণ গাঁজা পাচারের উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল চোরাকারবারিরা। পুলিশ পিকআপটিকে আটক করে তল্লাশী চালিয়ে বডির নীচ থেকে স্কচটেপ মোড়ানো ২৮টি প্যাকেটে ৭০ কেজি গাঁজা উদ্ধার করে এবং পাচারের অভিযোগে একজনকে ঘটনাস্থল থেকে আটক করে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ