কসবায় জামায়াত নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

মোহাম্মদ সাখাওয়াৎ হোসাইন
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জামায়াত নেতা সাইফুল ইসলামকে আওয়ামী লীগ নেতা বানিয়ে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রোববার (২৭ অক্টোবর) বিকেলে কসবা পৌর শহরের উপজেলা সুপার মার্কেট চত্বরে এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা জামায়াত নেতা সাইফুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

বক্তারা জানান, সাইফুল ইসলাম কসবা উপজেলার ৫নং বিনাউটি ইউনিয়নের ১নং ওয়ার্ড জামায়াতে ইসলামের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

মানববন্ধনে বক্তব্য দেন বিনাউটি ইউনিয়ন জামায়াতে ইসলামের সেক্রেটারি মাওলানা আবদুল হালিম, ৭নং ওয়ার্ড সভাপতি মো. মিজানুর রহমান, মুলগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামের সেক্রেটারি মো. রুহুল আমিনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, উপজেলার সৈয়দাবাদ গ্রামের মরহুম হাফেজ শফিকুল ইসলামের ছেলে হাফেজ সাইফুল ইসলাম ২০১২ সাল থেকে জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত এবং তিনি দলের একজন রোকন। ৫ আগস্টের পর বিএনপি নেতা শিমুল আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় কুচক্রী মহল আওয়ামী লীগের কমিটির তালিকা এডিট করে সাইফুল ইসলামকে যুব ও ক্রীড়া সম্পাদক দেখিয়ে মিথ্যা মামলায় গ্রেপ্তার করিয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও সাইফুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন বলেন, গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম প্রকৃতই একজন আওয়ামী লীগ নেতা। তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে। তিনি বিনাউটি ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক। জামায়াত নেতারা এখন বিএনপিকে মিথ্যা অপবাদ দিচ্ছেন এবং নিজেদের অপকর্ম ঢাকার চেষ্টা করছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ