কসবায় উৎসবমুখর পরিবেশে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মোহাম্মদ সাখাওয়াৎ হোসাইন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা সুপার মার্কেটের সামনে এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। উপজেলা জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পৌর শহরের কড়ইতলা থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
শোভাযাত্রায় শত শত নেতাকর্মী অংশ নেন। ঘোড়ার গাড়ি, ভ্যানগাড়ি, বাদ্যযন্ত্র ও বেলুন নিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন যুবদলের নেতাকর্মীরা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বড় আকৃতির প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রাটি কসবা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। স্লোগানে মুখরিত হয় উঠে পৌর শহর।
শোভাযাত্রা শেষে উপজেলা সুপার মার্কেটের সামনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন কসবা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি মো. আলী আশরাফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর কবীর এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রউফ রতন।
এ সময় বক্তব্য দেন সাবেক ছাত্রদল নেতা মো. ছিদ্দিকুর রহমান বাবু, ইজাজ আহমেদ ইকবাল, ছাত্রদল নেতা রাজু আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত যুবদল আজও দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা রাখছে। যুবদল নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে দৃঢ়ভাবে লড়াই করে যাচ্ছে।
বক্তারা আরও বলেন, যুবদল প্রতিষ্ঠার পর থেকে দেশপ্রেমিক তরুণদের ঐক্যবদ্ধ করে জনগণের কল্যাণে কাজ করে আসছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যুবদলই আজ অগ্রভাগে থেকে ভূমিকা রাখছে।
বক্তারা আক্ষেপ করে বলেন, বর্তমানে একটি মহল যুবদলের একটি পকেট কমিটি বানিয়ে ঐতিহ্যবাহী যুবদলকে মাদক সেবীদের হাতে তুলে দিয়েছে। রাজা- বাদশা দিয়ে কসবা উপজেলা যুবদল চলবেনা। কোনো মাদক পাচারকারী দিয়ে কসবা যুবদল চলবেনা। এই প্রাণের সংগঠন চালাতে হবে রাজপথের লড়াকু সৈনিক যারা আন্দোলন সংগ্রামে ছিলো, যারা হামলা-মামলা, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে দিয়ে। বর্তমান অবৈধ কমিটি বাতিল করে প্রকৃত যুবদলের নেতা-কর্মীদের দিয়ে নতুন কমিটি করে দিতে জেলা কমিটি ও কেন্দ্রীয় কমিটির সুদৃষ্টি কামনা করেন । তাহলে প্রাণ ফিরে পাবে কসবা উপজেলা যুবদল।
অনুষ্ঠান শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করে নেন নেতাকর্মীরা। পুরো অনুষ্ঠানস্থল ছিল বেলুন, ব্যানার, ফেস্টুন ও পোস্টারে সাজানো— যা পুরো এলাকাকে উৎসবমুখর করে তোলে।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ