কসবায় আলহাজ্ব কবির আহমেদ ভুইয়ার গণসংযোগ

মো. রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

জাতীয় নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসনের কসবায় ব্যাপক গণসংযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব কবির আহমেদ ভুইয়া । শনিবার (১১ অক্টোবর) সকালে উপজেলার বায়েক ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ করেন। বায়েক ইউনিবিএনপির কার্যালয় থেকে তিনি গণসংযোগ কর্মসূচি শুরু করেন।

পরে তিনি বায়েক ইউনিয়নের নয়নপুর বাজার ব্যবসায়ীগনসহ ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার এবং ইউনিয়নের বিভিন গ্রাম ও এলাকার সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেন। এ সময় তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।

গণসংযোগে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সভাপতি এড. ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন কামাল ও সুলতান আহমেদ, বায়েক ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক মনির হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মকসুদ ডিপু, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. সাদ্দাম হোসেন, কসবা পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক শহীদুল খা, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. রবিন মিয়া, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলামসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, আমি কসবা-আখাউড়া সংসদীয় আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী। বিগত প্রায় সতেরো বছর ধরে বিগত সরকারের অনেক হয়রানি সহ্য করেছি। সকল আন্দোলন সংগ্রামে দলকে সুসংগঠিত রাখার চেষ্টা করেছি। দলকে ঐক্যবদ্ধ রাখার আপ্রাণ চেষ্টা করেছি। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। বিএনপি, যুবদলের, ছাত্রদলসহ সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দ আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে দলের জন্য কাজ করবে। দল যদি তাকে মনোনয়ন দিলে তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। যদি বিএনপি জনগনের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে এবং এই এলাকার জনগন তাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেন তাহলে তিনি এলাকার রাস্তা-ঘাটের সকল দুর্ভোগ দুর করবেন, স্কুল-কলেজ গুলোতে শিক্ষার মানোন্নয়নে কাজ করবেন। এলাকার গ্যসক্ষেত্রগুলো সচল করবেন এবং উপজেলার সকল গ্রামের লোকজন গ্যাস সংযোগ পায় সেই ব্যবস্থা করবেন। তিনি এলাকাবাসীকে সাথে নিয়ে এই এলাকাকে মাদক মুক্ত করতে কাজ করবেন। এছাড়াও তিনি তার সংসদীয় এলাকায় বেকারত্ব দুরীকরনে চাকরীর ব্যবস্থাসহ উদ্যোক্তা তৈরী করে স্বাবলম্বী হতে সহযোগিতা করার আশ্বাস দেন। তিনি কসবা-আখাউড়ার সীমান্তবর্তী এলাকাগুলোকে মাদকমুক্ত রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহন করারও আশ্বাস দেন। শেষে তিনি দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের প্রস্তুতি নিতে আহ্বান জানান।
এর আগে তিনি বৃষ্টি উপেক্ষা করে এলাকার লোকজনের সাথে কথা বলেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে জন্য সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন। গণসংযোগকালে বায়েকের অসুস্থ নেতা-কর্মীদের খোঁজ -খবর নেন। গণসংযোগ চলাকালে দুপুরে বায়েক ইউনিয়ন বিএনপি সভাপতি নাজমুল হাসানের আমন্ত্রণে গণ সংযোগে অংশগ্রহণকারী সকল নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে মধ্যহ্নভোজে অংশগ্রহন করেন। সন্ধ্যায় নেতা-কর্মীদের নিয়ে সালাদা গ্যাস ফিল্ড যান এবং সার্বিক খোঁজ-খবর নেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ