কসবায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

মোহাম্মদ শাখাওয়াৎ হোসাইন
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে নানা কর্মসূচী পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া, র্যালি ও আলোচনা সভা।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ছামিউল ইসলাম।
উপজেলা প্রকল্প বাস্তয়ন কর্মকর্তা
মো. আহম্মদুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম সরওয়ার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাপসী রাবেয়া, কসবা প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন, কসবা থানার ওসি তদন্ত রিপন দাস, কসবা উচ্চ বিদ্যলয়ের সিনিয়র শিক্ষক মো. শফিকুর রহমান, কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক লোকমান হোসেন পলা, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূইয়া দিপু, কসবা ফায়ার স্টেশনের সহকারী স্টেশন অফিসার মো. আবুল হোসেন। এ সময় প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান, ফায়ার স্টেশনের সদস্য, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ চত্বরে কসবা ফায়ার স্টেশন এর ফায়ারম্যানরা ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদান করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ