অবিলম্বে পি আর পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা করতে হবে কসবায় জামায়াত প্রার্থী আতাউর রহমান

মো. রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী, ঢাকা উত্তরের মিডিয়া,ও প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার অন্তর্বর্তী সরকারের উদ্দেেশ্য বলেন, অবিলম্বে পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং নির্বাচনী মাঠকে সমতল করতে হবে। আপনারা মাঝে মাঝে একদিকে ঝুকে যান। বিষয়টা জনগন ভাল চোখে দেখেনা। সোমবার দুপুরে উপজেলা সকল সড়ক সংস্কারের দাবীতে কসবা পৌর শহরে জামায়াত ইসলাম আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, আপনারা কাকে ভয় পান। দেশের জনগন লাঠি-সোঠা নিয়ে রাজপথে নেমে গেলে আপনারা কিন্তু পালানোর পথ পাবেন না।
তিনি বলেন, নেতার চরিত্র ঠিক না থাকলে দফা দিয়ে কোনো লাভ হবেনা। ৩১ দফা, ৪১ দফা আরও ছয় দফা দিয়ে কাজ হবে না। এ দেশের মানুষ আজকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যার প্রমান ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয়। সামনে যত নির্বাচন আসবে সকল নির্বাচনে তারা পরাজিত হবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা পরাজিত হবে।
তিনি বলেন, দেশের মানুষ আর কোনো ফ্যাসিবাদকে ক্ষমতায় দেখতে চায় না। ৫ আগষ্ট এ দেশের মানুষ শেখ হাসিনার মতো লেডিকিলারকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছিলো। আগামীতে যারা ফ্যাসিবাদ হয়ে উঠবে, যারা সন্ত্রাসী হয়ে উঠবে, যারা আমাদের দেশের তরুনদের ধ্বংস করার ষড়যন্ত্র করবেন তারাপটে বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না। যারা এ দেশের মানুষকে ভালবাসবে এবং যারা এ দেশের মানুষের ভাল চিন্তা করবে তারা এ দেশে রাজনীতি করবে।
উপজেলা জামায়াতের আমির ফরিদ উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির কাজী ইয়াকুব, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শিবলী নোমানী, সহকারী সেক্রেটারি জেনারেল এসএম আজাদ মানিক, পৌর জামায়াত ইসলামের সভাপতি মোঃ: হারুনর রশিদ ও উপজেলা ছাত্রশিবির সভাপতি সাইফুল্লাহ আরিফসহ অন্যরা। এসময় জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ